"The Morality of Capitalism: Public Speaking Contest"
ইয়্যুথ একাডেমি প্রতি বছরের মতো এবারও নিয়ে এলো একটি ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা যার নাম "The Morality of Capitalism: Public Speaking Contest". এটি সম্পুর্ণভাবে ফ্রি এবং এটি অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।  এই প্রতিযোগিতার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তরুণ সমাজকে নিজের মতামত প্রকাশ ও সুস্থ আলোচনার মাধ্যম তৈরী করে দেওয়া। তাছাড়া আপনারা জেনে আনন্দিত হবের যে, আমেরিকান বিখ্যাত লেখক “টম জি পামার” এর অন্যতম বেস্টসেলার বই "The Morality of Capitalism” এর অনুবাদ গ্রন্থ খুব শীঘ্রই আমরা প্রকাশ করতে যাচ্ছি।

প্রতিযোগিতার নিয়মাবলিঃ

> দুটি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অংশগ্রহণকারী পৃথক রাউন্ডে বক্তব্য প্রদানের জন্য ১০ মিনিট, এবং যুক্তিখন্ডনের জন্য আরও ৫ মিনিট করে সময় পাবেন।
> সর্বোমোট ১০ টি প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে।
> ৫টি নির্ধারিত প্রসঙ্গ থাকবে। প্রতিটি প্রসঙ্গে দুজন বিতার্কিক একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
> অংশগ্রহণকারীদের যে কোনো নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতায় যোগদানের জন্য প্রস্তুত থাকতে হবে।
> বিতর্কের ভাষা বাংলা হতে হবে।
> প্রত্যেক প্রতিযোগী স্বতন্ত্রভাবে নিবন্ধন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সম্মাননা:
> প্রতিটি চ্যালেঞ্জের বিজয়ীরা বই, সার্টিফিকেট এবং কিছু আকর্ষণীয় পুরস্কার জিতবে।
> প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট এবং অনুবাদ বইটির একটি করে কপি উপহার পাবে।

বিষয়/ প্রসঙ্গ:
১। "পুঁজিবাদ প্রতিভার জন্য উন্মুক্ত কর্মক্ষত্রকে প্রাধান্য দেয়"।
২। "অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভাবলে পুঁজিবাদ এবং ব্যবসা হল বিশ্ব উন্নয়নের জন্য সবচেয়ে বড় শক্তি"।
৩। "বাজার ব্যবস্থা শুধুমাত্র প্রতিযোগিতা নয়, সহযোগিতার জন্যও প্রতিষ্ঠিত হয়"।
৪। "মুক্ত বাজারের ধারণা মানুষকে স্বাধীনতার স্বাদ দেয় এবং সর্বদা নতুন কাজ ও উদ্ভাবনের জন্য সক্রিয় রাখে"।
৫। "বিশ্বায়ন পুঁজিবাদকে প্রত্যক্ষভাবে উৎসাহিত করে"।

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৬ই জুন, ২০২২।







Sign in to Google to save your progress. Learn more
নাম *
ইমেইল *
ফোন নাম্বার *
 বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান *
ডিপার্টমেন্ট/ বিভাগ *
ইয়ার/ সেমিস্টার *
বিতর্ক সংগঠনের নাম *
বিতর্ক সংগঠনে আপনার পদ বা অবস্থান *
পাবলিক স্পিকিং / বিতর্কে আপনার অভিজ্ঞতা *
আপনি কি কোন ক্লাব বা যুব সংগঠনের সাথে জড়িত? *
Required
 নিন্মলিখিত বিষয়সমূহ হতে কমপক্ষে ২ টি বিষয় নির্বাচন করুন। আপনার পছন্দ অনুসারে আপনাকে প্রসঙ্গ দেওয়ার চেষ্টা করা হবে, তবে এটি সুনিশ্চিত নয়। *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy